মেয়েদের মুখে যদি ছেলেদের মত লোম গজাতে শুরু করে, তবে তা খুব বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, শরীরের অনেক রোগের কারণেও এমন অবস্থা হতে পারে। তাই চিকিৎসা নেয়াটাও জরুরী।
মেয়েদের ঠোঁটের ওপর, চিবুক, বুক, পেট বা পিঠে যদি তুলনামূলক মোটা, কালো কখনো বা একটু ঘন লোম দেখা দেয়, তাতে যেকোনো মেয়েই বিব্রত এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। ডাক্তারি ভাষায় এই অবাঞ্ছিত লোম বৃদ্ধিকে হারসুটিজম বলা হয়।
এ সমস্যা খুব বিরল কিছু নয়। সমীক্ষায় দেখা গেছে যে বিশ্বব্যাপী ৫% থেকে ১৫% বয়ঃসন্ধিপ্রাপ্ত বা প্রাপ্তবয়স্ক মেয়েরা এ সমস্যায় আক্রান্ত হতে পারেন। তবে পারিবারিক ইতিহাস, গোত্র বা জাতিভেদে এর তারতম্য দেখা যায়। মধ্য এবং দক্ষিণ এশিয়ার মেয়েদের মধ্যে এ সমস্যা বেশি। ওজন আধিক্য বা স্থূল মেয়েদেরও এ সমস্যা বেশি হয়।
কীভাবে অবাঞ্ছিত লোম তৈরি হয়?
মেয়েদের শরীরে স্বাভাবিকভাবে এন্ড্রোজেন বা পুরুষ হরমোনের পরিমাণ খুব অল্প। কিন্তু কখনো ডিম্বাশয় বা এডরেনাল গ্রন্থি থেকে এই এন্ড্রোজেন অধিক পরিমাণে তৈরি হলে বা এন্ড্রোজেনের অধিক কার্যকারিতার কারণে এই হারসুটিজম দেখা দিতে পারে।
কী কী কারণে অতিরিক্ত এন্ড্রোজেন তৈরি হয়?
প্রথমেই জেনে নেওয়া ভালো যে এটা কোনো রোগ নয়, বরং লক্ষণ। বিভিন্ন কারণে পুরুষ হরমোন এন্ড্রোজেনের আধিক্য হয় মেয়েদের রক্তে।
রিস্ক ফ্যাক্টরঃ
– সাধারণত মেনোপজ হয়ে গিয়েছে বা হচ্ছে এই সময়টা বেশি ঝুঁকিপূর্ণ। মেনোপজ হল যখন মাসিক একেবারে বন্ধ হয়ে যায়। এই সময়ে হরমোন পরিবর্তন হয়ে যায়, তাই ঝুঁকি বেশি। তবে যে কোন বয়সেই এই সমস্যা দেখা দিতে পারে।
– অবিবাহিত মহিলাদের মাসিকের অনিয়মিত অবস্থাও এর সাথে বিদ্যমান থাকতে দেখতে হবে।
– বিবাহিত হলে অনিয়মিত মাসিকের সাথে সন্তান হওয়া বা না হওয়ার সম্পর্ক জড়িত থাকে। সেক্ষেত্রে ও রোগ নির্ণয় করে চিকিৎসা নিতে হবে।
কারণগুলো হলো:
- পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম: ৭০ শতাংশ ক্ষেত্রে অবাঞ্ছিত লোমের কারণ এটি। অবাঞ্ছিত লোম বৃদ্ধির পাশাপাশি মুখে ব্রন, মাথার চুল পরা, ঘাড়ে কালো দাগ, ওজন বৃদ্ধি বা স্থ্থূলতা, অনিয়মিত মাসিক, গর্ভধারণে সমস্যা, উচ্চ রক্তশর্করা-কোলেস্টরল, উচ্চ রক্তচাপ, ডিম্বাশয়ে সিস্ট ইত্যাদি থাকতে পারে।
- অনির্ণিত কারণ: অনেক সময় সুনির্দিষ্ট কারণ অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও পাওয়া যায় না। পারিবারিক ইতিহাস থাকে বা স্থূল মেয়েদের ক্ষেত্রে দেখা দেয়।
- ডিম্বাশয় এবং এডরেনালগ্রন্থির টিউমার বা হাইপারপ্লাসিয়া: এ রকম টিউমার থেকে অত্যধিক পরিমাণ এন্ড্রোজেন হরমোন নিঃসরণের জন্য গলার স্বর পরিবর্তিত হতে পারে, শরীরের গঠন বা মাংসপেশির পুরুষালি পরিবর্তন ঘটে, এমনকি জননেন্দ্রিয়রও পরিবর্তন দেখা দেয়।
- অন্যান্য হরমোনজনিত রোগ: থাইরয়েডের সমস্যা, কুসিংস সিনড্রম, এক্রোমেগালি, প্রোলেকটিনোমা, ইনসুলিন রেজিসটেন্স সিনড্রম ইত্যাদি কারণে এই সমস্যা হতে পারে। তবে এগুলো বিরল সমস্যা।
- ওষুধ: ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও এ সমস্যা হতে পারে। যেমন স্টেরয়েড, ডেনাজল, মিনোক্সিডিল, মেটোক্লোপ্রামাইড, মিথাইলডোপা, ফেনোথায়াজিন, প্রজেস্টেরন ইত্যাদি।
কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবেঃ
১) লোম খুব দ্রুত হারে বাড়তে থাকলে।২) আরও কিছু পুরুষদের লক্ষণ বিদ্যমান থাকলে, যেমন-কণ্ঠস্বর পরিবর্তন, ব্রণ হওয়া, পেশি বেড়ে যাওয়া, ব্রেস্ট ছোট হয়ে যাওয়া ইত্যাদি।৩) সাথে যদি পিরিয়ডের সমস্যা থাকে।রোগ নির্ণয়ঃ
ব্লাড টেস্ট করে রোগ নির্ণয় করা সম্ভব। কিছু হরমোন লেভেল দেখতে হয়। যেমন –– Testosterone– Dihydroepiandrosterone sulfate (DHEA-S)– Luteinizing hormone (LH)– Follicle stimulating hormone (FSH)– Prolactin– 17-hydroxyprogesteroneমেয়েদের অবাঞ্ছিত লোমের প্রতিকার
কারণ নির্ধারণ এবং সে অনুযায়ী চিকিৎসা নেওয়া জরুরি।বেশির ভাগ ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি চিকিৎসা চালিয়ে যেতে হয় এবং কমপক্ষে ছয় মাস সময় লাগতে পারে ফল পাওয়া শুরু হতে।ওষুধের পাশাপাশি ওয়াক্সিং, শেভিং, ক্রিম, ইলেকট্রলাইসিস, লেসার ইত্যাদির মাধ্যমে সাময়িকভাবে লোম কমিয়ে ফেলা যায়।ওজন কমানো অত্যন্ত জরুরি। উচ্চ রক্তশর্করা, কোলেস্টরল বা উচ্চরক্তচাপ হলে চিকিৎসা নিন।আরো অনেকে খুজেছে
- লোম নাশক ক্রিম; লোম নাশক ঔষধ; মেয়েদের দুধ; মেয়েদের বগলের চুলের ছবি; ছোট মেয়ের দুধ; লোম উঠানোর উপায়; নাভির নিচের চুল; বাংলা মেয়েদের দুধ; মেয়েদের নাভির নিচের চুল; মেয়েদের বগলে কি চুল হয়; মেয়েদের বগলের পশম; মেয়েদের বগলের চুলের ছবি; www মেয়েদের গলা মোটা হয় কেন; কীভাবে মেয়েদের বগলের কালো দাগ দূর করবেন; ছেলেদের বাল; বগলে বাল কাটার নিযম; বগলের নিচের চুল; বগলের নিচের লোম তোলব কিভাবে; বগলের লোম; বগলের লোম দুর করার উপায়; বাংলা।দেশি।মেয়েদের।লুম; বাল কাটার তা; বুকেরনিচের লোম; ভিট ব্যবহার করার নিয়ম; মুখের লোম তোলার উপায়; মেদের বাল কিভাবে উঠে; মেয়েদের নাভির নিচের লোম; মেয়েদের বগলের নিচের পশম এর ছবি; মেয়েদের হাতের লোম; মেয়েদের পায়ে কি লোম থাকে ?; মেয়েদের বগলে বেশি বাল হলে কি করণীয়; মেয়েদের বগলের চুল; মেয়েরা যে; কারণে বগলের চুল কাটে; হাতে পায়ে লোম দুর করা হয় কিভাবে; www কাল মেয়ের দুদ com; www মুখের লোম দুর করার উপায় com; অল্প বয়েসের মেয়েদের মাসিকের ছবি; আদিবাসী মেয়েদের বুকে চুল আলাদা ভিডিও; আদিবাসীদের মেয়েদের দুধ ছবি; ইসলামি ভাবে শরীরের লোম তোলা; কালো মাং; কি ভাবে নিচের চুল খাটতে হয়; কিভাবে নিচের লোম কাটা যায়; কিভাবে বগলের নিচের দাগ দূর করা যায়; কোন দেশের মহিলারা বেশি লোম নাশক use করে; কোন মেয়ের নাভির নিচে বাল বেশি; কোন হরমোনের মুখে চু; চুল বাল; ছেলে দের ভিট লোমনাশক কি বেবহার করা ঠিক; ছেলেদের কি নুনুর উপর বাল উঠে?; ছেলেদের দুধের লোম; ছেলেদের নিচের বাল ছাছার উপায় কি; ছেলেদের পশম দূর করার কিরিমের নাম; ছেলেদের পাচা বেড়ে যাওয়ার কারন; ঠোঁটের কাছে বেশি পশম হয় কেন কি করণীয়; দুধ ফেলা; দুধে চুল থাকে?; নাভির নিচের চুল কাটার নিয়ম; নাভির নিচের চুল তোলার ছবি; নাভির নিচের পশম; নাভির নিচের পশম নারিদের; নারিদের নাভির নিচের লম ফেলার নিয়ম কি; নাসক পিক; নিচের বাল; নুনুর পিক; পশম দুর করার উপায় male; পশম না হওয়ার মেডিসিন; পশম লোম চিকিংসা ভারত; পায়ের লোম দূর করার উপায়; পুরুষদের নিচের বাল কীভাবে পরিস্কার করতে হয়; পেটর ছবি মেয়েদের; বগলে চুল; বগলে চুল ছবি; বগলের চুল ওঠানোর ক্রীম; বগলের চুল তোলার প৾শেষ; বগলের চুল দূর করার উপায়; বগলের চুল পরিস্কার; বগলের চুল রিমুভ করার ক্রিম এর নাম; বগলের নিচে কালো দাগ উঠার ক্রিম; বগলের পশম; বগলের লোম কী ভাবে তোলা যায় ???; বগলের লোম ছোট বড় হওয়ার কারন ও সমাধান; বগলের লোম তোলার উপায়; বড় দুধ বগলের চুল; বাংলা দেশের মেয়েদের বাল; বাল উঠাতে; বাল উঠানো ক্রিম; বাল কিভাবে গজায়; বাল ছাছার উপায়; বাল তোলার; বাল তোলার কিরিম এর নাম কি; বাল তোলার ছবি; বাল তোলার ফটো; বাল ফালান মহিলা; বাল বা লোম তোলা ক্রিম; বিট বাল তুলা; বোগলে বাল এর ছবি; বোগলে লোম মেয়েদের ছবি; বড় দুধ বড় মাং; বড় বড় মেয়েদের দুধ ছবি; বড় মেয়েদের বগলের কালো দাগের ছবি; ভারত মেয়েরা হাতের নিচে চুল; ভারতীয় মাগীদের দুধের ছবি; ভারতীয় মেয়েদের বোগলে লোম movie; ভারতের মেয়েদের বগলের পশম এর ফটো; ভিট এর ব্যবহার; ভিট বাল; মহিলাদের দুধের উপর বারা; মহিলাদের নিচের চুল তোলা মল্ম; মহিলাদের পশম পরার ক্রিম; মহিলাদের পায়ে লুম কেন হয়?; মহিলাদের বগল তলার ছবি; মাংগের ফটো; মাসিক হলে চুল কাটা যায়?; মি দের বাল তোলা ভিডিও ঊসধ; মুখে অতিরিক্ত লোম হচ্ছে কোন ঔষধ আছে কি; মুখের অবাঞ্ছিত লোম দুর করার ভিদিও চিত্র; মুখের লোম চাপা ফেলার উপায়; মুখের লোম চিকিংসা; মুখের লোম দুর করর উপায়; মুখের লোম দুর করার ক্রিম; মুখের লোম দূর করার ক্রিম; মুখের লোম ফেলার উপায়; মুটা দুধ মেয়েদের; মেয়ে দের বগলের চুল; মেয়েদের কখন থেকে গোপন লোম হয়; মেয়েদের গলার নিচের লোম; মেয়েদের তলপেটের পশম কেন; মেয়েদের দুধ পিক; মেয়েদের নাভির ছবি; মেয়েদের নাভির নিচের চুল ছবি; মেয়েদের নিচের লুম কিবাবে ফালান হয়্ বিঢিও্; মেয়েদের নিচের লোম কিভাবে ফেলা হয় ভিডিও; মেয়েদের বগল ও পেটের নিচে চুল হয় কি; মেয়েদের বগলের নিচের লোম কাটার video বা ছবি; মেয়েদের বগলের পশম উঠানো মলন; মেয়েদের বগলের লোম; মেয়েদের বগলের লোমের ছবি; মেয়েদের মাসিক; মেয়েদের মাসিক দেখতে কী রকম হয়; মেয়েদের লোম তোলার টিপস; মেয়েদের হাতের নিচের বগলের পশম পিকচার; মেযেদের যৌনাঙ্গের মুখে টিউমার; মেয়ে দের দুধ; মেয়ে দের বাল তোলার ভিড়িয়; মেয়ে হরমন; মেয়েদে দুধে চুল গজানো ফটো; মেয়েদের দুর ছবি; মেয়েদের নাভির নিচের লোম; মেয়েদের নাভির বাল; মেয়েদের নাভীর নিচের লোম কাটার ুউপায়; মেয়েদের পায়ে পশম; মেয়েদের বাল এর ছবি; মেয়েদের বাল কাটার কারণ; মেয়েদের বুকে চুল; মেয়েদের বেসট এ চুল হয় কেন; মেয়েদের ভোগলের ছবি; মেয়েদের মুখের লোম কাটা; মেয়েদের যৌনাঙ্গের লোম নাশক ক্রিম কিভাবে ব্যবহার করতে হয়; মেয়েদের রক্তে কি আলাদা কিছু থাকে; মেয়েদের শরিরের পশম; মেয়েদের সরির এ অবাঞ্চহিত লোম থাক্আর কারন; মেয়েদের স্তনের পাশে লম থাকলে; মেয়েদের স্তনের পাসে লোম থাকলে কি হয়; মেয়ের বাল ছাছার নিয়ম; মেয়েরা কি বাল কাঠে; মোটা লোম দুর করার উপায়; যৌনাঙ্গের কালো দাগ দূর করার ক্রিমের নাম ভারত; লম কি; লিংগে লোম তোলার উপাই; লুম নাসক; লোম উটানোর ক্রিম; লোম উঠার ঔষধ ছেলেদের; লোম কাটা মুখে; লোম তোলার উপাই; লোম তোলার উপায়; লোম নাসক;
No comments:
Post a Comment