This Blog Contains All Kinds of Medical Health Treatment Tips & Solution. You Can Share Your Problem to Us.
Click This Advertisement
Monday, December 12, 2016
যেসব ফোনের রেডিয়েশন মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে
দীর্ঘদিন ধরেই মোবাইলের অতি তেজষ্ক্রিয়তা নিয়ে গবেষণা করছে ওয়েইজমান ইনস্টিটিউট। সম্প্রতি তাদের একটি গবেষণার রিপোর্ট প্রকাশ পেয়েছে বায়োমেকানিক্যাল জার্নালে। এই রিপোর্টেই উল্লেখ রয়েছে এমন কিছু মোবাইল ফোনের নাম, যা ১৫ মিনিটের বেশি কানের পাশে থাকলেই মস্তিষ্কের সেলগুলি ক্যানসার আক্রান্ত হয়।
মোট ২০টি সেলফোনের নাম প্রকাশ করা হয়েছে ওই গবেষণাপত্রে। বলা হয়েছে, মোবাইল ফোন কেনার সময় সবসময় খেয়াল রাখতে হবে ‘স্পেসিফিক অ্যাবজর্পশন রেট’ বা ‘এসএআর’-এর মাত্রা দেখা উচিত। ‘এসএআর’-এর মাত্রা ১.৬-এর বেশি হলে সেই মোবাইল ব্যবহার না করাই ভালো বলে গবেষণায় জানানো হয়েছে।
মাত্রাতিরিক্ত রেডিয়েশন আছে এমন ২০টি মোবাইল ফোনের তালিকাও প্রকাশ করা হয়েছে। একনজরে সেগুলিঃ—
ফোন -------------------------------------------- এসএআর লেভেল
• মোটোরোলা ড্রয়েড ম্যাক্স---------------------------------- ১.৫৪
• মোটোরোলা ড্রয়েড আল্ট্রা -------------------------------- ১.৫৪
• অ্যালকাটেল ওয়ান টাচ ইভলভ ---------------------------- ১.৪৯
• হুয়াবেই ভিট্রিয়া ----------------------------------------- ১.৪৯
• কোসেরা হাইড্রো এজ -------------------------------------- ১.৪৮
• কোসেরা কোনা ------------------------------------------- ১.৪৫
• কোসেরা হাইড্রো এক্সটিআরএম ------------------------------- ১.৪৪
• ব্ল্যাকবেরি জেড ১০ --------------------------------------- ১.৪২
• ব্ল্যাকবেরি জেড ৩০ ------------------------------------- ১.৪১
• ব্ল্যাকবেরি জেডটিই সোর্স ---------------------------------- ১.৪১
• ব্ল্যাকবেরি জেডটিই ওয়ার্প ৪জি ---------------------------- ১.৪১
• নোকিয়া লুমিয়া ৯২৫ ------------------------------------- ১.৪
• নোকিয়া লুমিয়া ৯২৮ ------------------------------------ ১.৪
• সোনিম এক্সপি স্ট্রাইক ------------------------------------ ১.৩৯
• কোসেরা হাইড্রো এলিট ----------------------------------- ১.৩৯
• টি-মোবাইল প্রিসম ২ ------------------------------------ ১.৩৮৫
• ভার্জিন মোবাইল সুপ্রিম ---------------------------------- ১.৩৮
• স্প্রিন্ট ভাইটাল ----------------------------------------- ১.৩৮
• স্প্রিন্ট ফোর্স ------------------------------------------ ১.৩৭
• হুয়াবেই পাল ------------------------------------------ ১.৩৩
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment